ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১০

বেইজিং: চীনের দক্ষিণাঞ্চলে ভারি বর্ষণজনিত বন্যা ও কাদামাটির ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৯৩ জন।



আগামী ২৪ ঘন্টায় আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

বেসামরিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে চায়না ডেইলি জানায় ১০ লাখেরও বেশি মানুষকে তাদের বসতবাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলের ফুজিয়ান, জিয়াংসি ও হুনানসহ সাতটি প্রদেশের দেড় কোটিরও বেশি মানুষ এই অতি বর্ষণজনিত বন্যা ও কাদামাটির ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক এই দুর্যোগে ক্ষয়ক্ষতি হয়েছে দুইশ’ ৯০ কোটি মার্কিন ডলারেরও বেশি।

বৃষ্টি, বন্যা ও কাদামাটির ঢলে সাত লাখ ৮৪ হাজার দুইশ’ হেক্টর জমির ফসল নষ্ট হওয়া ছাড়াও  এক লাখ ৭৮ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১০
আরআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।