ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ভুয়া সংবাদ প্রচারকারীর ১০ বছর কারাদণ্ড চাইলো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, মার্চ ২৬, ২০১৮
ভুয়া সংবাদ প্রচারকারীর ১০ বছর কারাদণ্ড চাইলো মালয়েশিয়া কুয়ালালামপুরের দৃশ্য। ছবি সংগৃহীত

ঢাকা: ভুয়া সংবাদ প্রচারকারীদের জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান জারির দাবি জানিয়েছেন দেশটির প্রধান মন্ত্রী নাজিব রাযাক। 

সোমবার (২৬ মার্চ) মালেশিয়ার পার্লামেন্টে নাজিব রাযাকের উত্থাপিত একটি বিলে বলা হয়, ভুয়া সংবাদ প্রচারে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঁচ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানা অথবা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা উভয় শাস্তিই পেতে পারেন।  

দেশটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এর নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

বলা হয়, এ বিলের অধীনে কোনো সংবাদ, ছবি, ভিডিও অথবা অডিও আংশিক বা পুরোপুরি ভুল তথ্য পরিবেশন করলে তা ভুয়া সংবাদ বলে বিবেচিত হবে।

সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য এ আইনের অধীনে থাকবে। তাছাড়া দেশটির বাইরে থেকে কেউ এধরনের কর্মকাণ্ড ঘটালেও তা গুরুত্বসহকারে দেখবে কর্তৃপক্ষ।  

এতদিন বাক স্বাধীনতা ও মিডিয়ার ক্ষমতায়নের পক্ষে কাজ করে আসা মালয়েশিয়া সরকারের নতুন প্রস্তাবিত এ বিলটির সমালোচনা করেন বিরোধীদলীয় আইনবিদরা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।