ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের সিপিএম’র মহাসচিব হলেন সিতারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ফের সিপিএম’র মহাসচিব হলেন সিতারাম ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (সিপিএম) মহাসচিব হিসেবে ফের নির্বাচিত করা হয়েছে সিতারাম ইয়েচুরিকে। দ্বিতীয়বারের মতো তাকে এ পদে নির্বাচিত করা হয়েছে।

রোববার (২২ এপ্রিল) দলটির ২২তম সম্মেলনে সবার সম্মতিতে তাকে গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত করা হয়। দলটির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত ৯৫ সদস্য মহাসচিব পদে তাকে অনুমোদন দেন।

এর আগে ২০১৫ সালে দলের ২১তম সম্মেলনে ৬৫ বছর বয়সী এই বামপন্থিকে সিপিএমের মহাসচিব নির্বাচিত করা হয়।  

সম্মেলনের শুরুতে ইয়েচুরি বলেন, আমরা একটি গুরুত্বপূর্ণ সম্মেলন শেষ করেছি। এ সম্মেলনে অংশ নিয়ে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি। এজন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।  

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এ মেগা সম্মেলনে দলের উত্তরাধিকারী নেতাসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।