ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিমান হামলায় হুতি রাজনৈতিক নেতা সালেহ আল-সামাদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
বিমান হামলায় হুতি রাজনৈতিক নেতা সালেহ আল-সামাদ নিহত সালেহ আল-সামাদ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের রাজনৈতিক নেতা সালেহ আল-সামাদ সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন।

ইয়েমেনর হুদিয়া প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে দাবি সৌদি জোটের।

ইয়েমেনের রাজধানী সানা এবং অন্যান্য বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে চালানো বিমান হামলায় হুতিগোষ্ঠীর রাজনৈতিক এ সভাপতি নিহত হন।

হুতিগোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টিভি নেটওয়ার্ক সোমবার (২৩ এপ্রিল) প্রচারিত প্রতিবেদনে জানিয়েছে গত বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নিহত হয়েছেন সালেহ আল-সামাদ।

আল জাজিরার খবর অনুযায়ী, সালেহ আল-সামাদ হুতি নেতা মাহদী আল-মাশতকে সমমদের উত্তরাধিকারী হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

সোমবার টেলিভিশনের প্রচারিত এক বিবৃতিতে হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি জানান, বৃহস্পতিবারের বিমান হামলায় সালেহ আল সামাদসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

তিনি বলেন, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি, কিন্তু তাতে আমাদের ও দেশের রাষ্ট্রের লক্ষ্য অর্জনে কোনো প্রভাব ফেলবে না। তিনি এ ধরনের ঘটনাকে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র জোটের আগ্রাসনবাদী মনোভাবের একটি নিকৃষ্ট উদাহরন হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।