ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিমলায় গাড়ি গিরিখাদে পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
শিমলায় গাড়ি গিরিখাদে পড়ে নিহত ১৩

ভারতের পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশের শিমলায় একটি গাড়ি ছিটকে গিরিখাদে পড়ে চার নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলার স্নাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটস্থ রোহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলার পুলিশ সুপার ওমপতি জাম্বাল সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। তারা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তৎপর হয়েছেন।

হিমাচলের রাজধানী জেলা শিমলা দেশ-বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। কিন্তু আঁকা-বাঁকা ও উচু-নিচু পাহাড়ি সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে সেখানে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।