ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে থানার কাছে বিস্ফোরণ, ৮ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
আফগানিস্তানে থানার কাছে বিস্ফোরণ, ৮ শিশু নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফারইয়াব প্রদেশে একটি থানার কাছে বোমা বিস্ফোরণে অন্তত আট শিশুর প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। 

শনিবার (২২ সেপ্টেম্বর) ওই থানার কাছে একদল শিশু খেলার সময় পেতে রাখা বোমা (মাইন) বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, হতাহত শিশুদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে।

আহতদের মধ্যে দু’জনের অঙ্গহানি হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সম্প্রতি ওই এলাকাটি তালেবানদের দখলে চলে যায়। এরপর তারা বিভিন্ন স্থানে মাইন পেতে রাখে। যদিও হামলার ঘটনাটির পর কোনো বিবৃতি দেয়নি তালেবান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।