ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরান খানকে অযোগ্য ঘোষণার আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ইমরান খানকে অযোগ্য ঘোষণার আবেদন খারিজ

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণার আবেদনটি খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 

সোমবার (২৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আবেদন প্রত্যাখান করে। খবর ডনের।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, পাকিস্তানের সংসদ নির্বাচনের আগে এই আবেদন করা হয়েছিল। ফলে এখন আর আবেদনের কোনো কার্যকারিতা নেই। তাই এটি খারিজ করা হলো।

পরে আবেদনকারীর আইনজীবী আবেদনটি প্রত্যাহার করে নেন। ওই আবেদনে ইমরান খান সত্যবাদী ও সঠিক নন বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।