ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে প্রথম দুই মুসলিম নারীর জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, নভেম্বর ৭, ২০১৮
মার্কিন কংগ্রেসে প্রথম দুই মুসলিম নারীর জয় মার্কিন কংগ্রেসে বিজয়ী দুই মুসলিম নারী। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটা এবং মিশিগান অঙ্গরাজ্যে কংগ্রেসে দুই মুসলিম নারী নির্বাচিত করেছেন। তারা হলেন- ইলহান ওমর এবং রশিদা তালিব। 

মঙ্গলবার (০৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। ফলাফলে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা।

এর মধ্যে মিনেসোটা ও মিশিগানে দুই নারী নির্বাচিত হয়েছেন।   

সোমালিয়ায় গৃহযুদ্ধের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ইলহান ওমর গত মাসে এক সাক্ষাত্কারে বলেছিলেন, আমি যতটা খাবারের জন্যে উদ্বিগ্ন ছিলাম উদ্বাস্তু ক্যাম্পে ততটা আশা করিনি যে যুক্তরাষ্ট্রে আসবো এবং বাচ্ছাদের সঙ্গে স্কুলে যাবো।

সোমালিয়ায় জন্ম নেওয়া এই আমেরিকান কেনিয়ার উদ্বাস্তু ক্যাম্পে তার শৈশবের চার বছর কাটিয়েছিলেন।

আর রশিদা তালিব ফিলিস্তিনি অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। তার ১৪ জন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা ডেট্রয়েটের একটি কোম্পানিতে কাজ করতেন।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।