ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার সেই সামরিক মহড়া নিয়মিত হতে পারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
রাশিয়ার সেই সামরিক মহড়া নিয়মিত হতে পারে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া ‘ভোস্টক-২০১৮’, ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের অংশগ্রহণে রাশিয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া ‘ভোস্টক-২০১৮’ নিয়মিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্টর বনদারেভ।

মঙ্গলবার (০৭ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, যে দেশগুলো সামরিকভাবে দুর্বল বা চীনের মতোই শক্তিধর এবং আমাদের সঙ্গে জোট করতে চায়, তাদের আমরা স্বাগত জানাবো।

আর তাদের সঙ্গে নিয়ে এ বছরের মতো যৌথ সামরিক মহড়া একটি ঐতিহ্য হতে পারে বলে আমি বিশ্বাস করি।

রাশিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে চলতি বছরের ১১ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী চলে ‘ভোস্টক-২০১৮’ সামরিক মহড়া। আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটিই ছিল বৃহত্তম সামরিক মহড়া। সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া ‘ভোস্টক-২০১৮’, ছবি: সংগৃহীতএই অস্ত্র দেখানোর আয়োজনে রুশ সামরিক বাহিনীর তিন লাখ সদস্য অংশ নিয়েছিলেন। সেইসঙ্গে এক হাজার বিমান ও ৩৬ হাজার ট্যাংক এবং ৮০টি জাহাজ অংশ নিয়েছিল এতে।

যৌথ এ সামরিক মহড়াটিতে পিপলস্ লিবারেশন আর্মি থেকে চীন পঠিয়েছিল তিন হাজার ২০০ সৈন্য, ৯০০ কমব্যাট ভেইকেল এবং ৩০টি যুদ্ধবিমান। এতে মঙ্গোলিয়াও অংশ নিয়েছিল, কিন্তু তাদের সেনা সংখ্যা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন>> রাশিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু ** শেষ হচ্ছে রাশিয়ার সর্ববৃহৎ সামরিক মহড়া

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।