ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্সের মার্কেটে হামলাকারী পুলিশের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, ডিসেম্বর ১৪, ২০১৮
ফ্রান্সের মার্কেটে হামলাকারী পুলিশের গুলিতে নিহত ফ্রান্সের মার্কেটে হামলাকারী পুলিশের গুলিতে নিহত

ফ্রান্সের স্ট্রাসবুর্গের ক্রিসমাস মার্কেটে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে স্ট্রাসবুর্গের একটি সড়কে পুলিশ তাকে গুলি করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে স্ট্রাসবুর্গের বিখ্যাত ক্রিসমাস মার্কেটের কাছে হামলা চালায় সন্দেহভাজন বন্দুকধারী। এসময় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় তার।

এ ঘটনায় প্রাণ হারান তিনজন, আহত হন আরও ১৩ জন।  

জানা গেছে, সন্দেহভাজনের নাম শেকাত (২৯)। তার বিরুদ্ধে ফ্রান্স ও জার্মানীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া গেছে। পুলিশ তাকে উগ্রবাদী হিসেবে বিবেচনা করছে।  

সন্দেহভাজন শেকাতকে ধরতে স্ট্রাসবুর্গে তল্লাশি জোরদার করে পুলিশ। বৃহস্পতিবার নিউডর্ফ এলাকায় শেকাতের চেহারার বর্ণনার সঙ্গে মিলে যাওয়া এক ব্যক্তিকে শনাক্ত করেন পুলিশ কর্মকর্তারা। তারা ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করে। তবে সন্দেহভাজন ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও তাকে পাল্টা গুলি করে। এসময় সন্দেহভাজন শেকাত ঘটনাস্থলেই নিহত হন।  

স্ট্রাসবুর্গের মেয়র রোনাল্ড রাইস জানিয়েছে, এ ঘটনায় আরও পাঁচ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে শেকাতের বাবা-মা ও দুই ভাইও রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।