ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে পর্যটকবাহী বাসে হামলার পর অভিযানে ‘৪০ জঙ্গি’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
মিশরে পর্যটকবাহী বাসে হামলার পর অভিযানে ‘৪০ জঙ্গি’ নিহত

মিশরের রাজধানী কায়রোর অদূরে নীলনদ তীরবর্তী শহর গিজায় পর্যটকবাহী একটি বাসে বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘অন্তত ৪০ জঙ্গি’ নিহত হয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে গিজা এবং এর প্রায় পৌনে ৩০০ কিলোমিটার অদূরে উত্তর সিনাইয়ে নিরাপত্তা বাহিনী এ অভিযান চালায়।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গিজায় পর্যটকবাহী বাসে বোমা হামলার পর জঙ্গিরা পর্যটন কেন্দ্র, গির্জা ও সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলার ছক কষছিল।

এই গোপন সংবাদের ভিত্তিতে গিজা ও উত্তর সিনাইয়ের আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে গিজায় ৩০ জন এবং উত্তর সিনাইয়ে ১০ জন জঙ্গি নিহত হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ ডিসেম্বর) গিজার ওই বাসে পেতে রাখা বোমা হামলায় তিন ভিয়েতনামিজ পর্যটক নিহত হন। তাদের সঙ্গে প্রাণ হারান স্থানীয় এক গাইডও। এর আগেও জঙ্গিরা পর্যটকদের টার্গেট করে হামলা চালায়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।