ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুত্র সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
পুত্র সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

পুত্র সন্তানের মা হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক। তার নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে লন্ডনের হ্যাম্পস্টিড এলাকার রয়্যাল ফ্রি হসপিটালে এই পুত্র সন্তানের জন্ম দেন টিউলিপ। সুখবরটি দিয়েছে ব্রিটিশ বিভিন্ন সংবাদমাধ্যম।

অবশ্য মঙ্গলবার (১৫ জানুয়ারি) টিউলিপের অস্ত্রোপচারের সময় নির্ধারণ করা ছিল। কিন্তু ব্রেক্সিট ইস্যুতে ওইদিন পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোট থাকায় সন্তান জন্মের সময় পিছিয়ে দেন হ্যাম্পস্টিড ও কিলবার্নের এই এমপি। মঙ্গলবার হুইলচেয়ারে করে স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম জন পার্সির সঙ্গে পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রী টেরিজা মে’র উত্থাপিত ব্রেক্সিট ইস্যুতে ভোট দেন তিনি।

এদিকে, টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিস্টিয়ান পার্সি রয়্যাল ফ্রি হসপিটালের ডাক্তার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ ২০১৬ সালে প্রথম কন্যা সন্তানের মা হন। তার নাম আজালিয়া জয় পার্সি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।