ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে মালবাহী ২ জাহাজে আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, জানুয়ারি ২২, ২০১৯
কৃষ্ণ সাগরে মালবাহী ২ জাহাজে আগুন, নিহত ১১

ঢাকা: কৃষ্ণ সাগরে তানজানিয়ার মালবাহী দুইটি জাহাজে আগুন ধরে ১১ জন নিহত হয়েছেন। তবে জীবিত উদ্ধার করা হয়েছে জাহাজের ১৪ নাবিককে।

সোমবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কৃষ্ণ সাগরের কেরচ প্রণালীর কাছে এ ঘটনা ঘটে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস জানায়, জাহাজ দু’টিতে ভারতীয় ও তুর্কি নাগরিকসহ মোট ৩১ জন ছিলেন।

রাশিয়ার সামুদ্রিক সংস্থাটির মুখপাত্র অ্যালেক্সি ক্র্যাভচেনকো জানান, এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানি তেল স্থানান্তর করার সময় দু’টি জাহাজে আগুন ধরে যায়। এসময় প্রাণ বাঁচাতে জাহাজ দুটিতে থাকা সদস্যরা পানিতে লাফিয়ে পড়েন। এদের মধ্যে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

উদ্ধারকর্মীরা জানান, এখনো তিনজন নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বাকিদের সন্ধান চলছে।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।