ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সংসদ নির্বাচনে অংশ নেবেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, নভেম্বর ২১, ২০১১
সংসদ নির্বাচনে অংশ নেবেন সু চি

নাইপিদো: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন। গত সপ্তাহেই নির্বাচনে অংশগ্রহন করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।


 
সু চি’র ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির মূখপাত্র নয়স উইন সোমবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, তিনি (সু চি) এখনও জানাননি কোন অঞ্চল থেকে তিনি নির্বাচন করবেন। কিন্তু তিনি নির্বাচনে দাড়াবেন এতটুকু নিশ্চিত করা গেছে।

দেশটির রাজনৈতিক সংস্কারের কারণে গত শুক্রবার এনএলডি পুনরায় রাজনীতিতে প্রবেশ এবং ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহন করার জন্য পার্টির নথি হালনাগাদ করে।

গত বছরের নভেম্বর মাসে মিয়ানমারের সেনাবাহিনী সমর্থিত বেসামরিক সরকার নির্বাচিত হয়। থেইন সেইনের সরকার মিয়ানমারে রাজনৈতিক সংস্কার এবং গণতান্ত্রিক নির্বাচনের অঙ্গীকার করে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।