ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শিক্ষার্থীদের ওপর মরিচের গুড়া স্প্রে: ২ পুলিশ কর্মকর্তা সাসপেন্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, নভেম্বর ২১, ২০১১
শিক্ষার্থীদের ওপর মরিচের গুড়া স্প্রে: ২ পুলিশ কর্মকর্তা সাসপেন্ড

নিউইয়র্ক: ‘ওয়ালস্ট্রিট দখল করো’ আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে মরিচের গুড়া ছিটানোর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার সংঘটিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুলিশ মরিচের গুড়া স্প্রে করে।

এই চিত্র সম্বলিত ভিডিও প্রকাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ এর তীব্র সমালোচনা করে।

বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডেভিস পুলিশ ডেকেছিলেন। কিন্তু বিক্ষোভকারীদের উপর মরিচের গুড়া স্প্রে করার ঘটনার সমালোচনা করেছেন তিনি।

এই ঘটনার পর তার পদত্যাগের দাবি উঠে। তবে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ওয়ালস্ট্রিট আন্দোলনের সমর্থনে একই বিশ্ববিদ্যালয়ের অপর একটি ক্যাম্পাসে গত ৯ নভেম্বর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সে সময় ক্যাম্পাস পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে। সেই বিক্ষোভকারীদের সঙ্গে সংহতির উদ্দেশ্যে গত শুক্রবার এই শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে অবস্থান নিলে পুলিশ তাদের হটানোর চেষ্টা করে। কিন্তু তারা সরে যেতে রাজি না হলে তাদের উপর মরিচের গুড়া স্প্রে করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।