নিউইয়র্ক: ‘ওয়ালস্ট্রিট দখল করো’ আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে মরিচের গুড়া ছিটানোর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার সংঘটিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুলিশ মরিচের গুড়া স্প্রে করে।
বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডেভিস পুলিশ ডেকেছিলেন। কিন্তু বিক্ষোভকারীদের উপর মরিচের গুড়া স্প্রে করার ঘটনার সমালোচনা করেছেন তিনি।
এই ঘটনার পর তার পদত্যাগের দাবি উঠে। তবে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
ওয়ালস্ট্রিট আন্দোলনের সমর্থনে একই বিশ্ববিদ্যালয়ের অপর একটি ক্যাম্পাসে গত ৯ নভেম্বর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সে সময় ক্যাম্পাস পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে। সেই বিক্ষোভকারীদের সঙ্গে সংহতির উদ্দেশ্যে গত শুক্রবার এই শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে অবস্থান নিলে পুলিশ তাদের হটানোর চেষ্টা করে। কিন্তু তারা সরে যেতে রাজি না হলে তাদের উপর মরিচের গুড়া স্প্রে করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১