নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের পোস্ট অফিস এবং পুলিশের গাড়িতে বোমা হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগে নিউইয়র্ক শহরের একজন বাসিন্দাকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।
জোসে পিমেন্টাল নামের ২৭ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
নিউইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ গত রোববার একটি সংবাদ সম্মেলনে এ কথা জানান।
অভিযুক্ত পিমেন্টালকে একক পরিকল্পনাকারী উল্লেখ করে মেয়র ব্লুমবার্গ বলেন, তিনি বিদেশ ফেরত মার্কিন সেনাদের ওপর হামলারও পরিকল্পনা করেছিলেন।
তিনি বলেন, আটক ব্যক্তি আল কায়দার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি ইন্টারনেট থেকে আল কায়দার একটি ম্যাগাজিন থেকে পাইপ বোমা বানানোর কৌশল আয়ত্ব করেন। ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়েদা নেতা আনোয়ার আল আওলাকি এই ম্যাগাজিনটির সঙ্গে জড়িত ছিলেন।
তবে পিমেন্টাল বড় ধরনের কোনও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানান কর্মকর্তারা।
মেয়র ব্লুমবার্গের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক শহরের পুলিশ কমিশনার রেমন্ড কেলি এবং ম্যানহাটনের প্রধান সরকারি কৌঁসুলি সাইরাস ভ্যান্স।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১