আঙ্কারা: সিরিয়াতে সোমবার তুর্কি হজযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তুরস্কের গণমাধ্যম এবং কর্মকর্তারা এই কথা জানিয়েছেন।
হোমস শহরের নিকটে ওই হামলায় বাসের চালকসহ কমপক্ষে দুই জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
ওই বাসের যাত্রীরা মক্কায় হজব্রত শেষে দেশে ফিরছিলেন।
স্থানীয় একটি গণমাধ্যম ওই বাসটির ছবি প্রকাশ করেছে। বাসের একপাশের জানালা ভাঙা দেখা গেছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই হামলার খবর নিশ্চিত করেছেন। তবে এর বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।
সিরিয়াতে তুর্কি নাগরিকদের ভ্রমণ না করার জন্য আবারও পরামর্শ দিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ।
বাসের অপর চালক এরহান সুরমেলি জানিয়েছেন, বাসটি ২৫ জন কশাইকে বহন করছিল। এরা সবাই সৌদি আরবের মক্কায় হজ করে ফিরছিলেন।
তিনি বলেন, ‘একটি তল্লাশি চৌকিতে আমাদের থামানো হয়। বালির বস্তার প্রতিরক্ষা ব্যুহ থেকে সিরীয় সেনারা বেরিয়ে আসলে আমরা পরিচয় দিই। আমরা তুর্কি শুনেই তারা প্রধানমন্ত্রী রিচেপ তাইয়েপ এরদাগানকে গানমন্দ করতে থাকে। এক সময় হঠাৎ করেই বাস লক্ষ্য করে গুলি করতে থাকে সেনারা। ’
সিরিয়াতে চলমান বিক্ষোভে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দমনমূলক ব্যবস্থা নেওয়ার সমালোচনা করে আসছে তুরস্ক। এ কারণে দুই দেশের মধ্যে এখন খুবই শীতল সম্পর্ক যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১