ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইনকা সভ্যতায় শিশু বলির নিদর্শন আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, নভেম্বর ২১, ২০১১
ইনকা সভ্যতায় শিশু বলির নিদর্শন আবিষ্কার

লিমা: দিক্ষণ আমেরিকার দেশ পেরুর প্রাচীন ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ থেকে শিশু বলির নিদর্শন আবিষ্কার করেছেন একদল প্রত্নতত্ত্ববিদ।

ইনকা সভ্যতার অন্যতম কেন্দ্র সিলুসতানি এলাকায় অনুসন্ধান চালিয়ে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা ৪৪টি শিশুর দেহাবশেষ আবিষ্কার করেছেন তারা।



ধারণা করা হচ্ছে, এই শিশুদের এখন থেকে ৬-৭শ বছর আগে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য হত্যা করে এখানে সংরক্ষণ করা হয়। মরদেহ সংরক্ষণের জন্য নির্মিত একটি স্তম্ভের মধ্যে পাথরের খাঁজে রাখা বাক্সে দেহগুলি জোড়ায় জোড়ায় রাখা ছিল।

উদ্ধার করা দেহাবশেষগুলোর মধ্যে নবজাতক থেকে তিন বছর বয়সী শিশু রয়েছে বলে জানান গবেষকরা।

গবেষকরা বলেন, দেহাবশেষগুলো কল্লা সভ্যতার নিদর্শন। এই সভ্যতার শাসকেরা আনুমানিক ১২০০ থেকে ১৪৫০ সাল পর্যন্ত পেরুর দক্ষিণের পুনো অঞ্চলের কিছু এলাকা শাসন করত।

দেহাবশেষগুলোর চারপাশ উৎসর্গীকৃত বিভিন্ন সামগ্রী যেমন পশু, খাদ্যসামগ্রী এবং থালাবাসন দিয়ে সাজানো ছিল বলে জানিয়েছেন পুরাতাত্ত্বিক দলের সদস্য এদোয়ার্দো আরিসাকা।

এছাড়া দেহাবশেষগুলোর পাশ থেকে যুদ্ধের বিভিন্ন চিত্র আঁকা চীনা মাটির ফলক পাওয়া গেছে। এ থেকে গবেষকরা ধারণা করছেন, এই শিশুদের কল্লা সভ্যতার সঙ্গে অন্য প্রতিদ্বন্দ্বীদের যুদ্ধ চলাকালীন দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হত।
 
শিশুদের এই দেহাবশেষগুলো চুলপা লাগেরতো নামের ১০ মিটার উচ্চতার একটি বৃত্তাকার স্তম্ভের পাশ থেকে উদ্ধার করা হয়।

রাজধানী লিমা থেকে ১৩শ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিলুস্তানির ওই স্তম্ভের নিকটে আরও ২০০ জন মানুষের দেহাবশেষ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।