ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে বিক্ষোভ অব্যাহত, মন্ত্রিসভার পদত্যাগের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, নভেম্বর ২২, ২০১১
মিশরে বিক্ষোভ অব্যাহত, মন্ত্রিসভার পদত্যাগের প্রস্তাব

কায়রো: মিশরের ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে গত তিন দিন ধরে চলা বিক্ষোভের মুখে গত সোমবার পদত্যাগের প্রস্তাব দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

মন্ত্রিসভার মুখপাত্র মোহাম্মদ হেগাজি বলেছেন,  সোমবারই প্রধানমন্ত্রী এসাম শারাফ সামরিক বাহিনীর সুপ্রিম কাউন্সিলের কাছে পদত্যাগ পত্র হস্তান্তর করেছেন।

তবে কাউন্সিল এখনও পদত্যাগ পত্র গ্রহণ করেনি।

পদ্যতাগ পত্র গ্রহণ না করা পর্যন্ত বর্তমান মন্ত্রিসভা কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি।

এদিকে সোমবার দিবাগত রাতেও হাজার হাজার মানুষ রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অবস্থান করেছে। মঙ্গলবার আরও বড় ধরনের বিক্ষোভের আয়োজন করার কথা রয়েছে।

কায়রো হাসপাতাল মর্গের জানিয়েছে, গত তিন দিনের বিক্ষোভ-সহিংসতায় ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১৮শ জন বেসামরিক মানুষ।

গত সোমবার সন্ধ্যায় কায়রো শহরজুড়ে অ্যাম্বুলেন্সের ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা গেছে। হাতপাতালগুলো আহত মানুষে ভরে গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।