ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি চূড়ান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, নভেম্বর ২২, ২০১১
তিউনিসিয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি চূড়ান্ত

তিউনিস: তিউনিসিয়ার সাধারন নির্বাচনে অংশগ্রহনকারী প্রধান তিনটি রাজনৈতিক দল দেশটির রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগি করতে সম্মত হয়েছে। একটি নতুন সংবিধান প্রনয়নের জন্য নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের প্রাক্কালে দলগুলোর প্রধানদের মধ্যে এক সমঝোতায় এই ভাগাভাগি চূড়ান্ত হয়।



উত্তর আফ্রিকার এই দেশটিতেই প্রথম আরব বসন্তের সূত্রপাত ঘটে। এর ফলশ্রুতিতে ৩০ বছর ধরে দেশটিতে বহাল থাকা প্রেসিডেন্ট জয়নূল আবেদীন বেন আলীর সৈ¦র শাসনের অবসান ঘটে।

গত দশ মাস আগে বেন আলীর অপসারনের পর অনুষ্ঠিত সাধারন নির্বাচনে উদারমনস্ক ইসলামিক দল এন্নাহদা পার্টি বেশির ভাগ আসন লাভ করে। তারা মোট ২১৭ আসনের মধ্যে ৮৯টি আসন লাভ করে। এছাড়া বামপন্থী কংগ্রেস ফর দা রিপাবলিক পার্টি ‘সিপিআর’ ২৯টি আসন এবং অপর বামপন্থী দল ইত্তেকাতুল পার্টি ২০ টি আসন পায়।

এই তিনদলের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়, এন্নাহদা পার্টির হামাদি জাবালি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে। অপর দিকে প্রেসিডেন্ট এবং সংসদের স্পীকারের পদ অপর দুই বামপন্থী দলকে দেওয়া হবে।

বামপন্থী কংগ্রেস ফর দা রিপাবলিক পার্টির মুন্সেফ মারজুকি দেশটির নতুন প্রেসিডেন্ট এবং অপর অংশগ্রহনকারী দল এত্তেকাতুল এর মোস্তফা বেন জাফর সংবিধান প্রনয়নের জন্য গঠিত পরিষদের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হতে পারেন।
 
উল্লেখ্য, নব নির্বাচিত সংসদ দেশটির জন্য একটি নতুন সংবিধান তৈরী করার কাজ করবে।

দেশটির নব নির্বাচিত ২১৭ সদস্যের সংসদ আগামী মঙ্গলবার প্রথমবারের মত এই তিনটি পদকে অনুমোদন করার জন্য একত্রে মিলিত হবেন।

ইসলামপন্থী দল এন্নাহদা দলের অন্যতম প্রধান নেতা ৬৩ বছর বয়সী জাবালিকে দলটির প্রধান নেতা রাশিদ ঘানুচির থেকে  অপেক্ষাকৃত কম রক্ষনশীল বলে মনে করা হয়।

জাবালি বেন আলী শাসনামলে রাজনৈতিক কারনে ১৫ বছরের বেশী সময় ধরে কারাগারে বিনা বিচারে আটক থাকেন। তিনি মাতৃভাষার পাশাপাশি অনর্গল ফরাসী ভাষায় কথা বলতে পারেন।

তবে তিনি দৃশ্য পটে উঠে আসেন যখন এন্নাহদা পার্টির জয়লাভের পর পশ্চিমাদের মধ্যে আশংকা সৃষ্টি হয় যে দলটি দেশটিতে রক্ষনশীল ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। উদার ভাবমূর্তির জন্য পরিচিত জাবালিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ এক্ষেত্রে এন্নাহদা পার্টিকে এই সমালোচনা থেকে রক্ষা করবে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।