নয়াদিল্লি: ভারতের মুদ্রা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান আশংকাজনকভাবে নীচের দিকে নেমেছে। এক মার্কিন ডলারের বিপরীতে সর্বোচ্চ ৫২ রুপির দরও পেছনে চলে গেছে।
ভারতের ইতিহাসে কখনও রুপির দর এক মার্কিন ডলারের বিপরীতে ৫২ রুপির নীচে নামেনি। বর্তমানে এক ডলারের বিপরীতে ৫২.১৯ রুপি পাওয়া যাচ্ছে।
মুদ্রাবাজারে বিগত ৩২ মাস ধরে এক ডলারের বিপরীতে রুপির মান ৫১ তে স্থিতিশীল ছিল। কিন্তু গত শুক্রবার এই দর আরও নীচে নেমে যায়। ভারতীয় মুদ্রা রুপিকে বর্তমানে এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি পাড়ি দিতে হচ্ছে। গত জুলাই মাস থেকে মার্কিন ডলারের বিপরীতে রুপির অবমুল্যায়ন হয়েছে ১৫ শতাংশ।
এদিকে সপ্তাহজুড়ে পুঁজিবাজারেও রুপির মানের অবমূল্যায়ন ঘটছে। এমনিতেই ভারতের পুঁজি বাজারে বর্তমানে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অংশগ্রহনের পরিমানও নিম্নমূখী।
এদিকে মুম্বাইয়ের পুঁজি বাজারের সূচক সেনসেক্স এর মান গতকাল ১৬ হাজার পয়েন্টের নীচে নেমে গেছে। ৪২৫ পয়েন্ট সুচক হ্রাসের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপর সুচক নিফটি ১২৭ পয়েন্ট হ্রাস পেয়ে এর অবস্থান দাড়িয়েছে ৪৭৭৮ পয়েন্ট। বর্তমানে এই সূচকগুলো গত ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থান প্রদর্শন করছে।
আমদানি ব্যয় মেটানোর জন্য ডলারের চাহিদা বেড়ে যাওয়া রুপির দর পতনের একটি অন্যতম কারন। বিশেষ করে তেল আমদানি কারকদের আমদানি ব্যয় মেটানোর জন্য বর্ধিত ডলারের চাহিদার কারনে তারল্য বাজারে ডলারের বিপরীতে রুপির দরের আরও পতন ঘটে।
আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান নামুরার ভারতীয় শাখার অন্যতম নীতি নির্ধারক বিবেক রাজপাল বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাজারে কোন হস্তক্ষেপ করতে চাচ্ছে না। তাদের এই পদক্ষেপ মানুষকে আশ্বস্ত করতে পারছে না। তিনি বলেন, ডলারের বিপরীতে রুপির দর যদি বেশি দিন ৫২ রুপিতে থাকে তবে মানুষের উদ্বেগ আরও বাড়বে।
এদিকে গতকাল কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ সত্বেও রুপির দরের পতন হয়েছে। গত বেশ কিছুদিন এর মধ্যে তুলনা করলে এটাই হল অর্থবাজারে রিজার্ভ ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ন হস্তক্ষেপ। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে ফোরেক্স বাজারে তাদের হস্তক্ষেপ করার সুযোগ সীমিত।
এ ভি রাজওয়াদে নামের একজন মূদ্রা এবং বাজার বিশেষজ্ঞ এ পরিস্থিতির জন্য রিজার্ভ ব্যাংককেই দায়ী করে বলেন, কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের ভুমিকার কারণেই বাজারের দ্রুত পতন হয়েছে। তাদের বাজারে হস্তক্ষেপ না করার নীতির কারনে বাজার অস্থিতিশীল হয়েছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ছাড়া রুপির এই পতন আরও দীর্ঘায়িত হবে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১