আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, রাজধানী দিল্লি থেকে ৩০৬ কিলোমিটার পূর্বে উত্তর প্রদেশের স্মরণপুর জেলায় ৩৬ জন, কুশিনগরে আটজন ও উত্তরাখণ্ড রাজ্যে ২৮ জন ভেজাল মদ পান করে মারা গেছেন।
উত্তর প্রদেশের পুলিশ জানায়, গ্রামবাসীরা পার্শ্ববর্তী উত্তরাখণ্ডে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে গিয়ে ভেজাল মদ পান করে।
বেআইনিভাবে মদ বিক্রির দায়ে ইতোমধ্যে ৩০ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে এ কারণে রাজ্যটির ৩৫ কর্মকর্তাকে বরখাস্ত করেছে প্রাদেশিক সরকার। এদের মধ্যে ১২ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
বেআইনিভাবে মদ বিক্রির ঘটনায় জড়িত সবাইকে আটক করা হবে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, এরইমধ্যে ভেজাল মদ জব্দ করতে রাজ্যের বিভিন্ন অংশে অভিযান শুরু হয়েছে।
ভারতে প্রায়ই অবৈধভাবে বিক্রি করা এসব ভেজাল মদ পান করে মৃত্যুর ঘটনা ঘটে। ২০১১ সালে ভেজাল মদ পান করে মারা যান ১৭৫ জন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এসএ/আরআর