ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিরাপদে ফিরলো তিন মহাকাশচারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, নভেম্বর ২২, ২০১১
নিরাপদে ফিরলো তিন মহাকাশচারী

মস্কো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনজন নভোচারীকে নিয়ে  রুশ  মহাকাশযান সয়ুজ কাজাখস্তানে নিরাপদে অবতরণ করেছে।

যুক্তরাষ্ট্রের মাইক ফোসাম, জাপানের সাতোশি ফুরুকাওয়া এবং রাশিয়ার সের্গেই ভলকোভ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৫ দিন অতিবাহিত করার পর পৃথিবীতে ফেরত এলেন।



গত বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করা দুইজন রুশ এবং একজন আমেরিকান নভোচারীর পরিবর্তে তারা পৃথিবীতে ফেরত এলেন।

এই সয়ুজ যানে করেই গত বুধবার আই এস এস এর উদ্দেশ্যে যাত্রা করে অপর তিনজন মহাকাশচারী।

যুক্তরাষ্ট্র গত বছর থেকে মহাকাশে শাটল যান পাঠানো বন্ধ করে দেয়। এরপর থেকে রাশিয়ার সয়ুজ যান গুলোই এখন পৃথিবী থেকে আই এস এস যাওয়ার একমাত্র বাহন।

নভোযাত্রীদের নিয়ে ফিরে আসা নভো ক্যাপসুলটি স্থানীয় সময় ৮টা ২৭ মিনিটে কাজাখস্তানের তুষারাবৃত অবতরণস্থলের রানওয়ে স্পর্শ  করে।

অবতরণের পর টেলিভিশন ফুটেজে কম্বলে জড়ানো অবস্থায় হাস্যোজ্জ্বল চেহারার তিন নভোচারীকে দেখা যায়।

মহাকাশযানের রুশ আরোহী এসময় তার  প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অবতরণের সময় সব ঠিকঠাক ছিল এবং সবকিছু ভালভাবে সম্পন্ন  হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।