বারাবানকি: ভারতের উত্তর প্রদেশের বারাবানকি রাজ্য থেকে ‘জন সম্পর্ক’ যাত্রা শুরু করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী।
বারাবানকি রাজ্যে র্যালিকালীন সময়ে রাহুল গান্ধী বলেন, ‘মায়াবতী বলেছেন রাজ্য সরকারের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি (এমএনআরইজিএ) দরকার নেই এবং এর দ্বারা তারা উপকৃত হচ্ছেন না।
তরুন এই কংগ্রেস নেতা এর আগে ইউপি সরকারকে তহবিল অব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত করেন। আর এই অব্যবস্থাপনার ভেতর সামাজিক পরিকল্পনা, কেন্দ্রিয় ফ্লাগশিপ স্কিম এবং এমএনআরইজিএ সংক্রান্ত অব্যবস্থাপনার অভিযোগও আনেন তিনি।
রাহুল গান্ধী আরও বলেন, ‘ভোটই যদি ক্ষমতা হয়। তাহলে আমাদের দল এই রাজ্যকে দেশের এক নম্বর রাজ্য হিসেবে তুলে ধরবে। ’
কংগ্রেস যদি উত্তর প্রদেশে সরকার গঠন করে তাহলে আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি আগামী দশ বছরের মধ্যে উত্তর প্রদেশ দেশের সব রাজ্যের মধ্যে এক নম্বর রাজ্যে পরিনত হবে বলেও তিনি জানান।
রাহুল গান্ধীর এই সফর বারাবানকি থেকে শুরু হয়েছে। পরবর্তীতে একে একে তিনি বারাইজ, বলরামপুর, শ্রাবস্তী এবং খুশিনগরে সফর করবেন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১