ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিমাদের নতুন অবরোধে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, নভেম্বর ২২, ২০১১
পশ্চিমাদের নতুন অবরোধে ইরান

তেহরান: ইরানের পরমানু প্রকল্পের বিরোধীতাকারী  তিন পশ্চিমা দেশ যুক্তরাষ্ট্র ,কানাডা এবং যুক্তরাজ্য ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্ভুত বিতর্কের পটভুমিতে এই অবরোধ আরোপের ঘটনা ঘটল।



অবরোধ আরোপের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন একে ইরানের ওপর চাপ বৃদ্ধি করার একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এর আগে যুক্তরাজ্য ঘোষণা করে তারা ইরানের ব্যাংকগুলোর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করবে। এর পাশাপাশি কানাডাও ইরানে তেল এবং গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির রপ্তানি নিষিদ্ধ করে।

জাতিসংঘের এক রিপোর্টে  কিছুদিন আগে অভিযোগ করা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। তবে ইরান বরাবরের মতই এই অভিযোগ প্রত্যাখান করে। শুধুমাত্র শান্তিপূণর্ কাজের জন্যই ইরানের পারমাণবিক কর্মসূচি চালানো হচ্ছে বলে তেহরান দাবি করে আসছে।

এর আগে জাতিসঙ্ঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ‘আইএইএ’ তাদের প্রকাশিত একটি নতুন  রিপোর্টে দাবি করে, ইরান  অস্ত্র বানানোর জন্য পরমাণু ডিভাইসের পরীক্ষা চালাচ্ছে।

কিন্তু এই রিপোর্ট সত্ত্বেও ইরানের বিরুদ্ধে জাতিসংঘ কোনও ব্যবস্থা নিতে পারেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রভাবশালী দুই সদস্য চীন এবং রাশিয়া  ইরানের বিরুদ্ধে জাতিসংঘের তরফে যে কোন পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করে আসছে।

এদিকে ইরানের ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত এই অবরোধের কড়া নিন্দা করেছে রাশিয়া। তারা এই অবরোধ আরোপকে  অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক  বিবৃতিতে বলা হয়, নতুন করে আরোপিত অবরোধ পরমাণু সমস্যা সমাধানের জন্য ইরানের সাথে চালানো গঠনমূলক আলোচনার পথকে রুদ্ধ করবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।