মুম্বাই: ভারতের মুম্বাইয়ে তাজমহল হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনায় একমাত্র জীবিত আটক আজমল কাসাবের পেছনে ভারত সরকার গত তিন বছরে খরচ করেছে প্রায় ১৬ কোটি রুপি।
তার বিরুদ্ধে ভারতজুড়ে ফাঁসির দাবির মুখে বিচার কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া সত্ত্বেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সরকার।
ভারতের একটি গণমাধ্যমে বুধবার এই খবর প্রকাশিত হয়েছে।
ভারতের সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত কাসাবকে ফাঁসির আদেশ দিয়েছেন। তাকে এখন মুম্বাইয়ের আর্থার রোডস্থ কারাগারে একটি বিশেষ সেলে রাখা হয়েছে। ওই বিশেষ সেলটির নির্মাণ খরচ ৫ কোটি ২৪ লাখ রুপির উপরে।
মহারাষ্ট্র রাজ্য স্বরাষ্ট্র সচিব মেধা গাজিলের বরাত দিয়ে জানানো হয়েছে, বিশেষ সেল নির্মাণে ওই পরিমাণ অর্থ খরচ তো আছেই সেই সঙ্গে কাসাবের চিকিৎসা বাবদ খরচ হয়েছে ২৬ হাজার ৯৫৩ রুপি।
তিনি আরও জানিয়েছেন, ২৮ মার্চ ২০০৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১০ সাল পর্যন্ত কাসাবকে নিরাপত্তা দিতে গিয়ে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) পেছনে খরচ হয়েছে ১০ কোটি ৮৭ লাখ রুপি।
অবশ্য সীমান্তে আইটিবিপি মোতায়েন বাবদ ওই ১০ কোটি ৮৭ লাখ রুপি খরচের বিল মহারাষ্ট্র সরকারের কাছে পাঠানো হলে রাজ্য সরকার আপত্তি করেছে। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, এই পরিমাণ অর্থ দেওয়ার সামর্থ্য তাদের নেই। আর কাসাবকে নিয়ে তো শুধু মহারাষ্ট্রের একার মাথা ব্যাথা নেই।
সচিব জানান, তারা কেন্দ্র সরকারকে তাদের দাবির অর্থ কমানোর আবেদন করেছেন। তবে পরে কেন্দ্র তাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি। বিষয়টির এখনও সুরাহা হয়নি।
এদিকে ভারতীয় গণমাধ্যমের অভিযোগ, কারাগারের মধ্যে কাসাবকে খুব আদরযত্ন করা হচ্ছে। তাকে নাকি প্রতিদিন উন্নতমানের খাবার দেওয়া হয়। তার খাবারের পেছনে প্রতিদিন খরচ হয় কমপক্ষে ২৭ রুপি।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১