পেশোয়ার: সারা দেশে অস্ত্রবিরতি ঘোষণা করেছে পাকিস্তান তালেবান। সরকারের সঙ্গে শুরু হতে যাওয়া শান্তি আলোচনা উৎসাহিত করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে বলে তালেবানের একজন কামান্ডার জানিয়েছেন।
এদিকে তালেবানের মুখপাত্র অস্ত্রবিরতির খবর অস্বীকার করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
ওই কমান্ডার বলেছেন, গত মাস থেকেই অস্ত্রবিরতি কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্ত সারা দেশের জন্যই প্রযোজ্য।
তিনি বলেন, ‘আমরা পাকিস্তানি সেনা এবং সরকারের নিয়োজিত কোনও বাহিনীকেই আক্রমণ করছি না। শান্তি আলোচনার জন্যই আমাদের এই পদক্ষেপ। ’
এই কমান্ডার তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদের খুব ঘনিষ্ঠ। সংগঠনের অফিসিয়াল মুখপাত্র না হওয়ার কারণে তিনি নাম প্রকাশ না করার শর্তে এসব কথা বলেছেন।
সম্প্রতি তালেবান এবং পাক গোয়েন্দা সংস্থা শান্তি আলোচনায় বসার ঘোষণা দিয়েছে। তবে পাকিস্তান সরকার এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। গত মঙ্গলবার আবার পাক সামরিক বাহিনী তালেবানের সঙ্গে তাদের কোনও ধরনের আলোচনার খবর অস্বীকার করেছে।
ধারণা করা হয়, বর্তমান তালেবান বহু গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের অব্যাহত ড্রোন হামলা এবং সম্প্রতি পাক সেনা বাহিনীর অভিযান জোরদার করার কারণে অনেক তালেবান নেতা নিহত হয়েছেন।
তবে এখনও কিছু গ্রুপ যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধ পরিকর। অনেকে আবার শান্তি আলোচনায় বসার জন্য আগ্রহী হয়ে উঠছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১