সানা: চলমান বিক্ষোভ-সহিংসতার মুখে ক্ষমতা হস্তান্তর চুক্তিতে সই করলেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ।
বুধবার ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট সালেহ সকালেই সৌদি আরব পৌঁছে চুক্তি সই করেছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধ্যস্থতাকারী আরব উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরাসহ ইউরোপ এবং আমেরিকার রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
ইয়েমেনে চলমান সরকার বিরোধী আন্দোলনে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর নিয়ে সালেহ সরকারের সঙ্গে অনেক আগে থেকেই আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট সালেহ ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারে একাধিকবার প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু বারবারই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
এখন এই চুক্তি সই হলে দেশ পরিচালনার দায়িত্ব অর্পিত হবে ভাইস প্রেসেডেন্টের হাতে। বিক্ষোভকারী বিরোধীদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগে বিচারের সম্মুখীন হওয়া থেকে নিষ্কৃতি পেতে প্রেসিডেন্ট এই চুক্তিতে সই করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১