ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এক বিশ্বাসঘাতক বেদুইনই সাইফকে ধরিয়ে দেয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, নভেম্বর ২৩, ২০১১
এক বিশ্বাসঘাতক বেদুইনই সাইফকে ধরিয়ে দেয়

জিনতান, লিবিয়া: এক বেদুইন গাইডই ধরিয়ে দিয়েছে গাদ্দাফিপুত্র সাইফ আল ইসলামকে। পার্শ্ববর্তী দেশ নাইজারের দিকে মরুভূমিতে পথ দেখিয়ে দেওয়ার জন্য তাকে ভাড়া করা হয়েছিল।



ওই বেদুইন গাইড বলেছেন, এ কাজের জন্য তাকে ১০ লাখ ইউরো দিতে চেয়েছিলেন সাইফ।

চলতি সপ্তাহে সাইফকে জিনতান এলাকা থেকে আটক করে বিদ্রোহীরা। লিবিয়াতে সশস্ত্র বিদ্রোহের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করা হবে। এর আগেই আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

হোতমানি উপজাতির ইউসুফ সালেহ আল হোতমানি নামের ওই গাইড জানান, ১৮ নভেম্বর রাতে লিবিয়ার জিনতান এলাকা হয়ে সাইফকে বহনকারী দুটি গাড়ি যাওয়ার আগের মুহূর্তে তিনি দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে গোপনে যোগাযোগ করেন।

তিনি বলেন, ‘আমার ওপর নির্ভর করার মতো আস্থা আমি সাইফের কাছ থেকে অর্জন করতে পেরেছিলাম। ’

তিনি জানান, যে রাতে সাইফ আটক হন সে রাতে তিনি গাদ্দাফির ব্যক্তিগত দেহরক্ষীদের সঙ্গে ছিলেন। দেহরক্ষীসহ তিনি প্রথম গাড়িতেই অবস্থান করছিলেন।

ইউসুফ সালেহ বলেন, ‘বিদ্রোহীদের সঙ্গে পরামর্শে সিদ্ধান্ত হয়, মরুভূমির যে অঞ্চল চারদিক উচ্চভূমিতে ঘেরা সেখানেই সাইফের গাড়ি বহরে আকস্মিক হামলা করা হবে। ’

ইউসুফ সালেহর বর্ণনা অনুযায়ী, পশ্চিমের পার্বত্য অঞ্চল থেকে জিনতান ঘাঁটির ১০ জন যোদ্ধা এবং তার নিজ গোত্র হোতমান উপজাতির ৫ জন লোক জায়গা মতো ওঁত পেতে ছিলেন।   নির্ধারিত স্থানে গাড়ি বহরটি আসার সঙ্গে সঙ্গে তারা আক্রমণ করেন। সাইফ পালানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। সে সময় সাইফ লম্বা আলখেল্লা এবং মাথায় বড় রুমাল পরে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।