মানামা: অবশেষে ইয়েমেনের মানবাধিকার আইন সংস্কার করতে যাচ্ছেন সে দেশের বাদশা। ইয়েমেনের বাদশা হামাদ নিরাপত্তা বাহিনীর শক্তির অপব্যবহার রোধে এ আইন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
বিক্ষোভকারীদের ওপর দমন চালানোয় বাদশা হামাদ ‘আতঙ্কিত’ এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এ ধরণের ‘যন্ত্রণাদায়ক’ ঘটনা পুনরায় আর ঘটবে না।
চলতি বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দীর্ঘ প্রতিক্ষিত এ রিপোর্টে বলা হয় আটক হওয়া বিক্ষোভকারীদের ওপর চরম নির্যাতন চালানো হয়।
ওই বিক্ষোভে কমপক্ষে ৪০ জন নিহত হয়। যার জন্য সেদেশের কর্মকর্তারা ইরানকে দায়ি করে।
বাহরাইনে শিয়ারা সংখ্যাগরিষ্ট কিন্তু সুন্নিরা ক্ষমতায় থাকায় সে দেশে বিক্ষোভ দেখা গিয়েছি।
বিক্ষোভের সময় থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৬ শ’ মানুষকে আটক করা হয়। যা এখনও অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১