ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের তাহরির স্কয়ারে উত্তেজনা অব্যাহত

অন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০২, নভেম্বর ২৪, ২০১১
মিশরের তাহরির স্কয়ারে উত্তেজনা অব্যাহত

কায়রো: মিশরের সেনা শাসকের পদত্যাগের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের উত্তেজনা এখনও বিরাজ করছে। খবর: বিবিসি

তাহরির স্কয়ারের পাশে রাস্তায় দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সমান তালে।



জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সে দেশের সামরিক শাসক যে প্রতিশ্রুতি দিয়েছে তা এখন বিক্ষোভকারীরা প্রত্যাখান করেছে।

বিবিসির সংবাদদাতা জেরামি বোয়েন কায়রো থেকে জানিয়েছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া মিশরের সাধারণ নির্বাচনে এ ঘটনার প্রভাব পরতে পারে।

তিনি আরও জানিয়েছেন, বিক্ষোভ সম্পর্কে জনগণ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ কেউ মনে করে আগে নির্বাচন হোক, কিন্তু অন্যরা মনে করছে আগে সেনা শাসককে ক্ষমতা ছাড়তে হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।