নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের গালে চপেটাঘাত করেছেন এক অজ্ঞাত পরিচয় তরুণ।
বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে মিউনিসিপ্যাল করপোরেশন সেন্টার থেকে মন্ত্রী বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।
মন্ত্রী একটি মিটিং শেষে হরবিন্দর সিংয়ের সঙ্গে ওই কেন্দ্র থেকে বের হচ্ছিলেন। জ্বালানি তেলের অব্যাহত মূল বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় হরবিন্দর অবশ্য মন্ত্রীর ওপর রুষ্ঠ ছিলেন।
চপেটাঘাতকারী সজোরে চড় মেরে চিৎসার করে বলেন, ‘দুর্নীতিবাজ রাজনীতিকদের প্রতি এটা আমার জবাব। ’
নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিকভাবে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
এই হামলাকারী এর আগে সাবেক টেলিকমমন্ত্রী সুখরামকেও চড় মেরেছিলেন বলে জানা যাচ্ছে।
দিল্লির উচ্চ আদালত এই মন্ত্রীকে ১৯৯৬ সালে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। আদালতের রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তাকে চড় মারেন ওই তরুণ।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১