ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, নভেম্বর ২৪, ২০১১
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি

মস্কো: ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নিয়ে আবারও রুশ-মার্কিন উত্তেজনা শুরু হয়েছে। এ নিয়ে রাশিয়া একাধিকবার তাদের উদ্বেগ প্রকাশ করেছে।



সর্বশেষ গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের পরিকল্পনা এগিয়ে নেয় তাহলে ইউরোপে ওইসব প্রতিরক্ষা স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া।

এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে রাশিয়া এবং ন্যাটো যদি একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয় তাহলে, রাশিয়ার সর্ব পশ্চিমে কালিনিনগ্রাদ এবং অন্য এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।

ইরানের হুমকি প্রতিরোধের যুক্তিতে রোমানিয়া, পোল্যান্ডসহ ইউরোপে সমুদ্রে এবং স্থলভাগে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে বর্তমান ওবামা প্রশাসন। কিন্তু এই পরিকল্পনাকে রাশিয়া তার পরমাণু শক্তির জন্য হুমকি বলে বিবেচনা করছে।

এব্যাপারে একসঙ্গে কাজ করার জন্য ন্যাটোর একটি প্রস্তাব মেনে নিয়েছিল রাশিয়া। কিন্তু এই ব্যবস্থা কীভাবে কাজ করবে সেই বিতর্কে আলোচনা বন্ধ হয়ে যায়। রাশিয়ার দাবি, পুরো ব্যবস্থাটি যৌথভাবে পরিচালিত হতে হবে। কিন্তু ন্যাটো এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এখন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে একতরফাভাবে এগুলে রাশিয়া তার সঙ্গে চলতি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে আলোচনাও স্থগিত করবে বলে হুমকি দিয়েছেন মেদভেদেভ।

ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ব্যাপারে রাশিয়ার উদ্বেগ ন্যাটো কানে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট। এই সামরিক জোট যদি এমন পাথরের দেয়াল তুলে বসে থাকে তাহলে রাশিয়াও তার প্রতিক্রিয়া জানাবে বলে হুমকি দেন তিনি।

এদিকে একই দিন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়াকে সামনে কঠিন ঝুঁকির মুখোমুখি হতে হবে। এ জন্য সরকারকে তার ক্ষমতা আরও কেন্দ্রীভূত করা জরুরি বলে তার মত।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।