কায়রো: মিশরের শাসক সেনাবাহিনী গত কয়েক দিনের সহিংসতায় প্রাণহানির ঘটনায় দু:খ প্রকাশ করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে তারা।
সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল দু:খ প্রকাশ করে নিহতদের মিশরের অনুগত শহীদ সন্তান বলে উল্লেখ করেছে। আর এই হতাহতের জন্য দায়ীদের বিচারের সম্মুখীন করা হবে বলে প্রতিশ্রুত দিয়েছে তারা।
গত শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ-সহিংসতার পর বৃহস্পতিবার বিক্ষোভের ষষ্ঠ দিনে সেনাবাহিনী তাদের অবস্থান পাল্টালো।
গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনীর হাতে কমপেক্ষে ৪০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ হাজার জন।
এদিন কায়রোর তাহরির স্কয়ারসহ বিভিন্ন শহরে পুলিশ-জনতা শান্ত রয়েছে বলে জানা গেছে।
তবে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার সামরিক সরকারের প্রতিশ্রুতি এখনও মেনে নেয়নি বিক্ষোভকারীরা। তাদের দাবি, আগে তাদের ক্ষমতা ছাড়তে হবে।
এর আগে গত বুধবার রাতে সামরিক সুপ্রিম কাউন্সিলের দু’জন সদস্য রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে মিশরের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদের মধ্যে একজন মেজর জেনারেল মোহাম্মদ আল আসার।
আল আসার বারবার অনুরোধ করে বলেন, জনগণ যেনো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে তাদের তুলনা না করেন। ক্ষমতা আঁকড়ে থাকার কোনও অভিপ্রায় তাদের নেই।
আগামী সোমবার অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের ব্যাপারে তারা খুব শিগগির সিদ্ধান্ত জানাবেন বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১