ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলে শেভরনের তেলকূপ খনন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, নভেম্বর ২৪, ২০১১
ব্রাজিলে শেভরনের তেলকূপ খনন নিষিদ্ধ

ব্রাসিলিয়া: নিজেদের সীমানার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তেল কোম্পানি শেভরনের কূপ খনন নিষিদ্ধ করেছে ব্রাজিল সরকার।

ব্রাজিলের ন্যাশনাল পেট্রোলিয়াম এজেন্সি (এএনপি) গত বুধবার জানিয়েছে, রিও ডি জেনিরো উপকূলে তেল ছড়িয়ে পড়ার যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারা পর্যন্ত দেশের সীমানার মধ্যে কোনও খনন কাজ করতে পারবে না শেভরন।



তবে পাইপ ছিদ্র হয়ে উপকূলীয় অঞ্চলে তেল ছড়িয়া পড়ার ঘটনায় দোষ স্বীকার করেছে শেভরন। যতোটা দ্রুত সম্ভব তারা এই সমস্যার সমাধান করবে বলে জানিয়েছে।

এর জন্য অবশ্য ব্রাজিল সরকার ইতোমধ্যে শেভরনকে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা করেছে।

এদিকে ব্রাজিলের পরিবশে মন্ত্রী ইসাবেলা টিক্সেরিয়া বলেছেন, তদন্তে যদি আরও অন্যায়ের প্রমাণ মেলে তাহলে শেভরনেকে আরও জরিমানা করা হতে পারে।

ব্রাজিলে শেভরনের হেড অব অপারেশন জর্জ বাক দু:খ প্রকাশ করার জন্য দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে গিয়েছিলেন। সেখানে তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন ব্রাজিলের জনগণের সামনে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্রাজিল কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপ থেকে আর তেল বের হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তেলের বিস্তার দুই বর্গ কিলোমিটারের মধ্যে কমিয়ে আনা হয়েছে বলে জানানো হয়েছে।

এএনপি জানায়, রিও ডি জেনিরো এলাকায় কয়েক দিন আগে তেলের খনিতে পাইপ ছিদ্র হয়ে প্রতিদিন ২০০ থেকে ৩৩০ ব্যারেল পর্যন্ত তেল বের হচ্ছিল।

তবে এই দুর্ঘটনার ভয়াবহতা গত বছর মেক্সিকো উপসাগরে বিপি’র রিগে সংঘটিত ঘটনার মতো নয়। বিপির দুর্ঘটনায় ১১ জন মানুষের প্রাণহানি ঘটে। সেখানে প্রতিদিন ছিদ্র দিয়ে তেল বের হতো ৩ হাজার ব্যারেল করে।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের সীমানায় গভীর সমুদ্রে অনেকগুলো তেল খনি আবিষ্কার  হয়েছে। এখন দেশটি বিশ্বে পঞ্চম বৃহত্তম খনিজ তেলসমৃদ্ধ দেশ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।