তেহরান: যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা সিআইএ’র ১২ জন চরকে আটক করেছে ইরান। ইরানের একজন কর্মকর্তা বৃহস্পতিবার এ দাবি করেছেন।
এই ইসলামি প্রজাতন্ত্রে সিআইএ’র একটি চক্রের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনার বিস্তারিত উল্লেখ করতে গিয়ে এ কথা বলেন তিনি।
সংসদ সদস্য পারভেজ সুরুরি এদিন বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক একটি প্রভাবশালী কমিটির সঙ্গে বৈঠককালে দাবি করেন, আটক চরেরা ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালানোর ষড়যন্ত্র করছিল।
তিনি বলেন, এই চক্র ইরানের নিরাপত্তা ব্যবস্থা, সামরিক এবং পরমাণু সেক্টর ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছিল।
যুক্তরাষ্ট্রের কয়েকজন বর্তমান এবং সাবেক কর্মকর্তা গত সোমবার বলেছিলেন, সিআইএ’র হয়ে কাজ করা প্রায় ডজনখানেক চর সম্প্রতি লেবানন এবং ইরানে ধরা পড়েছে।
চলতি বছরের প্রথম দিকে ইরান দাবি করেছিল, তারা একটি বড় চক্রকে ধরে ফেলেছেন।
সম্প্রতি লেবাননে সিআইএ’র চরদের একটি চক্র প্রকাশ হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। এই ঘটনার তদন্ত করার জন্য মার্কিন কংগ্রেস সদস্য ও গোয়েন্দা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মাইক রজার বেইরুত গেছেন বলে জানা গেছে।
তবে নিরাপত্তার খাতিরে ইতোমধ্যে বেইরুতে কর্মরত সিআইএ’র সব কর্মকর্তাকে সাইপ্রাসে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১