মস্কো: রাশিয়ার একজন শীর্ষ সংবাদপাঠিকা খবর পাঠের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি অসম্মানজনক আচরণ করায় চাকরিচ্যুত হয়েছেন।
একটি অনলাইন ফুটেজে দেখা যায়, রেন টিভির সংবাদপাঠিকা তাতিয়ানা লিমানোভা খবর পাঠের সময় প্রেসিডেন্ট ওবামার প্রসঙ্গ এলে বাম হাতের মধ্যমা আঙ্গুল উঁচিয়ে থাকেন।
এই বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার পর রাশিয়া এবং পশ্চিমে তা ব্যাপক অসস্তির কারণ হয়ে দাঁড়ায়।
বেসরকারি মালিকানাধীন রেন টিভির পরিচালনার সঙ্গে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়।
টিভি কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, তারা ওই সংবাদপাঠিকাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই আচরণকে অগ্রহণযোগ্য এবং অপেশাদারীসুলভ বলে বর্ণনা করেছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে তারা জানায়, গত ১৪ নভেম্বর ‘নিউজ২৪’ অনুষ্ঠানে উপস্থাপিকা লিমানোভা ওই অগ্রহণযোগ্য অঙ্গভঙ্গি করেন। এটা আক্রমণাত্মক অঙ্গভঙ্গি বলে মনে করে প্রতিষ্ঠান।
তবে তারা দাবি করেছে, এই কাজটি তিনি স্টুডিওতে সহকর্মীদের উদ্দেশ্যে করেছেন। সংবাদের সঙ্গে এর কোনও সম্পর্কও ছিল না বলে তাদের দাবি।
তবে কোনও উপায় না থাকায় তাকে চাকরিচ্যুত করা হলো জানিয়েছে কর্তৃপক্ষ।
এই টিভি চ্যানেলটির সারা বিশ্বে প্রায় ১২ কোটি দর্শক রয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১