ঢাকা: চলমান বিক্ষোভে মুখে সরকারের পদত্যাগের পর মিশরের সামরিক বাহিনী নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। নতুন নিয়োগ পাওয়া কামাল গানজুরি এর আগেও দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তাকে নতুন সরকার গঠনের জন্য বলা হয়েছে।
কায়রোসহ বিভিন্ন শহরে নতুন করে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের মুখে চলতি সপ্তাহেই এর আগের সরকার পদত্যাগ করে।
সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী চলতি সপ্তাহ শেষে মিশর জুড়ে নির্বাচন শুরু হবে।
কায়রোর তাহরির স্কয়ারে সংঘর্ষে কমে আসলেও বিক্ষোভকারীরা শুক্রবার জুমার নামাজের পর নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে। বিক্ষোভারীদের বিরাট একটি অংশ তাহরির স্কয়ারো রাত যাপন করছে।
গানজুরি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম আল-আহরাম জানিয়েছে, গানজুরি নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন। তিনি জাতীয় পরিত্রাণ সরকার গঠন করতে কাজ করবেন। এর আগে তিনি সেনাপ্রধান ফিল্প মার্শাল মোহামদ হোসেইন তানতাওয়ির সঙ্গে বৈঠক করেন।
মোবারকের শাসন ক্ষমতা থেকে একসময় দূরে থাকা গানজুরিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাবা হচ্ছিল।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২০১১