দামেস্ক: সিরিয়াতে সংগঠনের পর্যবেক্ষক দল ঢুকতে দেওয়ার দাবিতে আরব লিগের বেধে দেওয়া সময়সীমা আর মাত্র কয়েক ঘণ্টা পর শেষ হচ্ছে। এর মধ্যে দাবি না মানলে দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপ করা হতে পারে।
আরব দেশগুলোর সংগঠন আরব লিগ সদস্যদেশ সিরিয়াতে চলমান বিক্ষোভ এবং সহিংসতার তদন্ত করার জন্য কমপক্ষে ৫ শত জন পর্যবেক্ষক পাঠাতে চায়।
যদি সিরিয়া শুক্রবার বিকেল ৫টার মধ্যে দাবি মেনে না নেয় তাহলে, দেশটির ওপর নতুন অবরোধ আরোপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য শনিবার আলোচনায় বসবে আরব লিগ।
জাতিসংঘের হিসাব অনুযায়ী গত মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এ যাবৎ প্রায় সাড়ে ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
তবে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ চলমান সহিংসতার জন্য সশস্ত্র অপরাধীচক্র এবং বিদ্রোহীদের দায়ী করে আসছেন।
এদিকে চলমান সহিংসতায় গত তিন দিনে সিরিয়াজুড়ে ছয় শিশুসহ কমপক্ষে ৪০ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা।
তবে বিরোধীদের এই দাবি নিরেপক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। কারণ, সিরিয়ায় বিদেশি সাংবাদিকদের বিচরণ অনেকটা ঝুকিঁপূর্ণ উপরন্তু সরকারেরও নিষেধাজ্ঞা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১