নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের গালে চড় মেরে মোটেও অনুতপ্ত নন চপেটাঘাতকারী। উপরন্তু এ কাজ আবারও করার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার তাকে দিল্লির উচ্চ আদালতে হাজির করা হলে তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেন। তিনি বলেন, নিজের পক্ষের কোনও আইনজীবী তার লাগবে না।
এরপর তাকে ১৪ দিনের বিচারিক আটকাদেশ দেন আদালত।
গত বৃহস্পতিবার দিল্লিতে মিউনিসিপ্যাল করপোরেশন সেন্টারে লোকজনের সামনে শারদ পাওয়ারের গালে সজোরে চড় মারেন হরবিন্দর সিং নামে এক তরুণ।
সেদিন ভারতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধির জন্য মন্ত্রী শারদ পাওয়ারকে দোষ দেন এবং চড় মারার পর চিৎকার করে বলেন, ‘দুর্নীতিবাজ রাজনীতিকদের প্রতি এটা আমার জবাব। ’
এরপরই নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে দিল্লি পুলিশের হাতে সোপর্দ করে। তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা, আক্রমণ এবং ভীতি প্রদর্শনের জন্য অভিযুক্ত করা হয়েছে।
এই হরবিন্দর চলতি মাসের প্রথম দিকে সাবেক টেলিকমমন্ত্রী সুখরামকেও চড় মেরেছিলেন। ১৯৯৬ সালে দায়িত্বে থাকার সময় দুর্নীতির অপরাধে সেদিন সুখরামকে ৫ বছর কারাদণ্ড দেন আদালত।
শারদ পাওয়ার ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান। ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের একটি প্রধান শরিক এ দলটি।
এদিকে এ ঘটনা প্রকাশ হওয়ার পর মহারাষ্ট্র রাজ্যের একাধিক অংশে সহিংসতার খবর পাওয়া গেছে। এর প্রতিবাদ জানাতে এনসিপির কর্মীরা মুম্বাই-আগ্রা মহাসড়ক অবরোধ করে। তারা শুক্রবার পুনেতে হরতাল ডেকেছে।
তবে শারদ পাওয়ার তার দলের নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এর বিচার আইনের হাতে ছেড়ে দিন। ’
এদিকে শুক্রবার এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারতের লোকসভা।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১