মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। ২০১২ সালের ৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির পার্লামেন্ট।
শুক্রবার রাশিয়ার সংসদের উচ্চকক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে আসীন হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার ফেডারেশন কাউন্সিল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০১২ সালের মার্চে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের নির্দেশনা অনুসারে ভোটের মাধ্যমে সিনেটরদের সম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়। ’
নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবাদপত্র রুসিস্কিয়া গেজেতায় শুক্রবারের সান্ধ্য সংস্করণে জানিয়েছেন এর সম্পাদক ।
এই ঘোষণা সংবাদপত্রে প্রকাশিত হলে তা আইনগতভাবে কার্যকর বলে বিবেচিত হবে এবং রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচরণা শুরু করতে পারবে।
গত সেপ্টেম্বরে পুতিন ঘোষণা দেন তিনি তৃতীয়বারের মত প্রেসিডেন্ট হতে চান আর তার প্রধানমন্ত্রী হবেন বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পুতিনকে পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ করে দিতে বর্তমান প্রেসিডেন্ট মেদভেদেভ দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিন্দ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন।
রাশিয়ার প্রধান দুই রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অব রাশিয়া এবং ন্যাশনালিস্ট লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি প্রেসিডেন্ট নির্বাচনে তাদের দলীয় প্রার্থীদের নাম আগেই ঘোষণা করেছে।
কমিউনিস্ট পার্টির পক্ষে নির্বাচনে অংশ নেবেন দলটিকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দানকারী রাজনীতিক গেন্নাদি জুগানোভ। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে অংশ নেবেন ভ্লাদিমির ঝিরিনভোস্কি।
এদিকে আগামী ৪ ডিসেম্বর রাশিয়ার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একে মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পোষাকি মহড়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন ইউনাইটেড পার্টি জয়লাভের আশা করছে।
গত ২০০৭ সালের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল ৬৪.৩ শতাংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়। কিন্তু সাম্প্রতিক সময়ের স্থবির অর্থনীতি এবং জনগণের অনেক প্রত্যাশা আশানুরূপভাবে পুরণে ব্যর্থ হওয়ায় এ দলের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১