ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কায়রোতে আবারও হাজারো জনতার সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, নভেম্বর ২৫, ২০১১
কায়রোতে আবারও হাজারো জনতার সমাবেশ

কায়রো: মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে শুক্রবার আবারও হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন।

এদিন সকালের দিকে সামরিক শাসক নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার পরও নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা।



তারা সামরিক প্রশাসনের তাৎক্ষণিক পদত্যাগ এবং বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি করছেন।

এর আগে শুক্রবার সকালে যখন বিক্ষোভকারীরা লাখ জনতার সমাবেশের ডাক দিয়ে একে শেষ সুযোগ বলে ঘোষণা দেয় তখন সরকার কামাল আল গানজুরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়।

গত শুক্রবার থেকে কায়রোসহ বিভিন্ন শহরে নতুন করে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের মুখে চলতি সপ্তাহেই সেনা বাহিনীর নিয়োগ দেওয়া আগের মন্ত্রিসভা পদত্যাগ করে। এখন নতুন প্রধানমন্ত্রী গানজুরিকে সরকার গঠনের অনুমতি দিয়েছে সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিল।

এদিকে সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী চলতি সপ্তাহ শেষে মিশরে নির্বাচন শুরু হবে।

কায়রোর তাহরির স্কয়ারে সংঘর্ষে কমে আসলেও বিক্ষোভকারীরা শুক্রবার জুমার নামাজের পর নতুন করে আন্দোলনের ঘোষণা দেয়। বিক্ষোভারীদের বিরাট একটি অংশ তাহরির স্কয়ারে বৃহস্পতিবার দিবাগত রাত যাপন করে।

উল্লেখ্য, গানজুরি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মোবারক বিরোধী বিক্ষোভ শুরু হলে তিনি পদত্যাগ করেন।

মোবারকের শাসন ক্ষমতা থেকে এক সময় দূরে থাকা গানজুরিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাবা হচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।