ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কিষেণজি নিহত হওয়ায় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, নভেম্বর ২৫, ২০১১
কিষেণজি নিহত হওয়ায় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সতর্কতা

কলকাতা: ভারতের শীর্ষ মাওবাদী নেতা কিষেণজি ওরফে কোটেশ্বর রাও নিহত হওয়ার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় রাজ্যজুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

কিষেণজির জন্মস্থান অন্ধ্রপ্রদেশ বিশেষ করে ওড়িষ্যা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

কিষেণজি গত শুক্রবার যৌথ বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

এর আগেও একবার তার মৃত্যুর গুজব উঠেছিল কিন্তু পরে তা মিথ্যা প্রমাণিত হয়।
 
এদিকে মাওবাদীরা এ ঘটনার প্রতিবাদে দু’দিনব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। বন্দুকযুদ্ধে কিষেণজির মৃত্যুর সংবাদকে প্রত্যাখান করে মাওবাদীরা বলেছে, সাজানো ক্রসফায়ারে তাকে হত্যা করা হয়েছে। কিষেণজিকে আটকের পর নির্যাতন করে মারা হয়েছে বলে তাদের অভিযোগ।
 
পুলিশের হাতে নিহত কিষেণজি ভারতের মাওবাদী আন্দোলনের অন্যতম শীর্ষনেতা ছিলেন। তার মৃত্যুকে মাওবাদীদের জন্য বিরাট ধাক্কা বলে বর্ণনা করেছে ভারত সরকার।

এদিকে কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, কিষেণজির পরিবার তার মরদেহ সনাক্ত করার জন্য অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।