কলকাতা: ভারতের শীর্ষ মাওবাদী নেতা কিষেণজি ওরফে কোটেশ্বর রাও নিহত হওয়ার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় রাজ্যজুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে সরকার।
কিষেণজি গত শুক্রবার যৌথ বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
এর আগেও একবার তার মৃত্যুর গুজব উঠেছিল কিন্তু পরে তা মিথ্যা প্রমাণিত হয়।
এদিকে মাওবাদীরা এ ঘটনার প্রতিবাদে দু’দিনব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে। বন্দুকযুদ্ধে কিষেণজির মৃত্যুর সংবাদকে প্রত্যাখান করে মাওবাদীরা বলেছে, সাজানো ক্রসফায়ারে তাকে হত্যা করা হয়েছে। কিষেণজিকে আটকের পর নির্যাতন করে মারা হয়েছে বলে তাদের অভিযোগ।
পুলিশের হাতে নিহত কিষেণজি ভারতের মাওবাদী আন্দোলনের অন্যতম শীর্ষনেতা ছিলেন। তার মৃত্যুকে মাওবাদীদের জন্য বিরাট ধাক্কা বলে বর্ণনা করেছে ভারত সরকার।
এদিকে কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, কিষেণজির পরিবার তার মরদেহ সনাক্ত করার জন্য অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১