ইসলামাবাদ: নির্ধারিত সময়েই একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এছাড়া সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে সরকার কোনও ধরনের হুমকির সম্মুখীন নয় বলে জোর দিয়ে বলেন তিনি।
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, বিরোধীদল বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হলেও বাস্তবে তার সরকার কোনও ধরনের চাপের মুখে নেই। অচিরেই সরকারের সমালোচকরা হতাশ হবে।
সেনা বাহিনীর বিরুদ্ধে সহায়তা চেয়ে ওয়াশিংটনে দেওয়া একটি চিঠির তথ্য ফাঁসের ঘটনায় পাকিস্তানের বর্তমান সরকার সংকটের মুখে পড়েছে।
বিন লাদেন হত্যার ঘটনায় সমালোচনার মুখে পড়া পাকিস্তানি সামরিক বাহিনী তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করার জন্য প্রেসিডেন্ট জারদারিকে ক্ষমতাচ্যুত করতে পারে- এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেইন হক্কানি জারদারির পক্ষে ওই চিঠি দেন।
এই ঘটনার জেরে গত বুধবার হাক্কানি পদত্যাগ করেন এবং পরদিন সরকারের সাবেক মন্ত্রী শেরি রেহমান তার স্থলাভিষিক্ত হন।
এ ব্যাপারে তদন্তের জন্য শিগগির একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী গিলানি।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১