গুয়াডালাজারা: মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাজারার প্রানকেন্দ্রে পরিত্যক্ত তিনটি গাড়ির ভেতর থেকে ২৬টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের মধ্যে বেশীরভাগকেই শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
এই হত্যাকাণ্ড মেক্সিকোর বিবদমান মাদক চক্রগুলোর মধ্যে সংঘটিত সংঘর্ষের সর্বসাম্প্রতিক উদাহরণ। এরকম ঘটনা দেশটিতে অহরহ ঘটে।
গত বুধবার মেক্সিকোর সিনালোয়া রাজ্য থেকে ১৭টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয় । মৃতদেহগুলো দুটি জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করা হয়।
গুয়াদালাজারা শহরটি এর আগে প্যান আমেরিকান গেমস এর স্বাগতিক শহর হওয়ার মর্যাদা লাভ করেছিল। এই শহরটিকে মাদক সংঘাতে জর্জরিত মেক্সিকোর অন্যান্য শহরগুলো থেকে কম সহিংসতাপূর্ন বলে মনে করা হয়।
স্থানীয় পুলিশ জানায় বৃহস্পতিবার মৃতদেহ বোঝাই এই তিনটি গাড়ি শহরের সবচেয়ে বিখ্যাত স্থাপনা মিলেনিয়াম আর্কের নিকটে একটি জনবহুল রাস্তার সংযোগস্থল থেকে উদ্ধার করা হয়।
রাজ্য কর্তৃপক্ষের একজন কর্মকর্তা ফারনান্দো হুসমান একটি সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার করা মৃতদেহগুলোর সবই পুরুষের এবং তাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। শরীরে মাদক চক্র মিলেনিও এবং জেটাসের নাম অঙ্কিত থাকার কথাও নিশ্চিত করেছেন তিনি।
মিলেনিও মাদক চক্র এই এলাকার অপরাধজগতকে নিয়ন্ত্রণ করে। ধারণা করা হয় তারা সম্প্রতি আরেকটি কুখ্যাত চক্র জেটাসের সঙ্গে জোট করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১১