মেদিনিপুর: ভারতের মাওবাদী তাত্ত্বিক নেতা কবি ভারবারা রাও জানিয়েছেন, মাওবাদী নেতা কিষেণজীকে মমতা ব্যানার্জি হত্যা করেছেন। ‘সাজানো ক্রসফায়ারে’ তাকে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
ভারভারা রাও আরও বলেন, ‘আমি ১৯৯১ সাল থেকে কিষেণজীকে দেখে আসছি। বিগত ৪৩ বছরে আমি অনেক লাশই দেখেছি। কিন্তু এই লাশের মতো দেখিনি। তারা (যৌথবাহিনী) তাকে কুপিয়ে আহত করেছে এবং পুড়িয়েছে। এরপর তাকে গুলি করে মারা হয়েছে। ’
‘তার শরীরের এমন একটি অংশ পাওয়া যাবে না যেখানে আঘাতের চিহ্ন নেই। তারা তাকে চব্বিশ ঘণ্টা আটকে রেখে অত্যাচার করেছে বলেও তিনি জানান। ’
ভারভারা রাও কিষেণজীর ভাগ্নি দীপা রাওয়ের সঙ্গে লাশ সনাক্ত করতে এবং লাশকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য আসেন। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।
এসময় তিনি সাংবাদিকদের সামনে জোর দিয়ে বলেন, মমতা ব্যানার্জি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। মমতা শান্তির কথা বলে কিষেণজীকে হত্যা করেছে। তিনি মুখে এক কথা বলেন আর করেন আরেক। ’
দীপা রাও তার মামাকে সনাক্ত করে বলেন, ‘আমি তাকে শেষ দেখেছিলাম ১৯৮৫ সালে। এই শরীর আমাকে আমার বাবা-ভাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা খুবই মর্মান্তিক। তারা তাকে অনেক অত্যাচার করেছে। ’
তবে নিরাপত্তা সংস্থার দাবি, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার মাওবাদী পলিটব্যুরো সদস্য কিষেণজী পশ্চিম মেদিনীপুরের বুড়িশোল জেলায় বন্দুকযুদ্ধে মারা যান।
কিষেণজীর ‘সাজানো হত্যাকান্ডের’ কারণে মাওবাদীরা দুই দিনের হরতাল ডেকেছে পুরো রাজ্যে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১