ইসলামাবাদ: পাকিস্তানি সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে ন্যাটো বাহিনীর হামলায় পঁচিশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে চারজন।
শনিবার সকালে পাকিস্তানের সেনা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আদিবাসী অধ্যুষিত এলাকা মহমান্দে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
ন্যাটো জানিয়েছে, তারা হামলার ঘটনাটি সম্পর্কে অবগত। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো উস্কানি ছাড়াই ন্যাটো এলোপাথারি গুলি ছুড়েছে।
গত কয়েক মাস ধরে মার্কিন সেনাবাহিনী পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্ত অঞ্চলে জঙ্গিদের নির্মুল করার লক্ষ্যে হামলা পরিচালনা করছে।
গত বছর মার্কিন হেলিকপ্টার থেকে হামলায় সীমান্তে দুইজন পাক সেনা নিহত হয়।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১