ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘কনসার্ট ফর বাংলাদেশ’

৪০ বছর পুর্তি উদযাপন করছে বিবি কিংস

কল্লোল কর্মকার, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, নভেম্বর ২৬, ২০১১
৪০ বছর পুর্তি উদযাপন করছে বিবি কিংস

নিউইয়র্ক: বিশ্ব মানচিত্রের বুকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। লাখো প্রাণ ও অপরিসীম ত্যাগের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ অর্জন করে স্বাধীনতা।



বাংলাদেশের স্বাধীনতার জন্য শুধু এদেশের জনগণই তাদের সর্বস্ব ঢেলে দিয়েছে, তা কিন্তু নয়। আমাদের পাশাপাশি অনেক বিদেশিও তাদের স্ব স্ব অবস্থান থেকে আমাদের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন। কেউ ক্যামেরায় বন্দী করেছেন যুদ্ধের ভয়াবহতার চিত্র, কেউ হানাদারদের পাশবিকতার চিত্র লেখার মাধ্যমে তুলে ধরেছেন বিশ্বমানবতার সামনে। আবার কেউ গানের মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধে জারি রেখেছিলেন স্বাধীনতার ডাক।

মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তুলতে এবং যুদ্ধের কারণে সৃষ্ট শরণার্থীদের আর্থিক সহায়তা দিতে পন্ডিত রবিশংকর তৎকালীন বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে আয়োজন করেন অবিস্মরণীয় এক কনসার্টের। ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত সেই কনসার্টের নাম দেওয়া হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’।

সেই কনসার্টে গান গেয়েছিলেন পৃথিবীজুড়ে জনপ্রিয় শিল্পী জর্জ হ্যারিসন, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, রিঙ্গো স্টার, লিওন রাসেল, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখা খান, পণ্ডিত রবি শংকর প্রমুখ।

আজও জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটি মনে করিয়ে দেয় ১৯৭১ সালের সেই উত্তাল দিন আর মুক্তিযুদ্ধের কথা।

নিউ ইয়র্কে ঐতিহাসিক এই কনসার্টের ৪০ বছর পুর্তি উদযাপন করা হচ্ছে আজ শনিবার। নিউইয়র্কের ৪৩১ ডব্লিউ, ১৬  স্ট্রিট-২১২-৪১৪-৫৯৯৪ এই ঠিকানায় বিখ্যাত ক্লাব বি.বি কিংসের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চার দাশক পুর্তি অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে সবচয়ে বড় যে আকর্ষণ হলো, এখানে যে কেউ এসে তাদের সঙ্গীত পরিবেশন করতে পারবে। কেনি ফরজিন, টমি উইলিয়ামস, কেভিন ম্যাককেন, রিকি মার্টিন এবং মার্ক বন্ডারের মতো গায়করাও থাকবেন এই অনুষ্ঠানে। এরা সবাই যে যার মতো গান গাইবেন এবং বাদ্যযন্ত্রের মূর্ছনায় মাতিয়ে রাখবেন পুরো অনুষ্ঠান।

উল্লেখ্য, এর আগে বিখ্যাত এই বি.বি কিংস ক্লাব তিনবার এ ধরনের আয়োজন করেছিল। আর এতে আমন্ত্রিত ছিলেন অ্যালেন পিয়ারসন, ভ্যানিলা পুজ, দ্য হটারস, জেবরা, টাওয়ার অব পাওয়ার, টেড নেজেন্ট, দেইর স্ট্রেইটের মতো বিখ্যাত সব ব্যান্ড। এছাড়াও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বিটলেসের যে মানুষটি পেছন থেকে অনেক সাহায্য করেছিলেন, সেই সিড বার্নস্টেইনও এই অনুষ্ঠানগুলোতে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।