ইসলামাবাদ: পাকিস্তানি সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ন্যাটোর হামলায় ২৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন।
এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ঘটনার কয়েক ঘণ্টা পরেই আফগানিস্তানগামী ন্যাটোর রসদবাহী পরিবহন এবং তেলবাহী ট্যাঙ্কারগুলো আটকে দেওয়া হয়েছে। পেশোয়ারের নিকটে খায়বার এলাকায় জামরুদ শহরে পরিবহন থামিয়ে দেওয়া হয়েছে।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মুতাহির জেব বলেন, ‘আমরা রসদবাহী গাড়ি, ৪০টি ট্যাঙ্কার এবং ট্রাক আটক করে জামরুদ চেক পয়েন্টে ফিরিয়ে নিয়ে এসেছি। ’
আফগানিস্তানে যৌথ বাহিনীর রসদ সরবরাহের জন্য পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ পথ। এ পথে ৪৯ শতাংশ রসদ পরিবহন করা হয়।
শনিবার সকালে পাকিস্তানের সেনা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর-পশ্চিম অঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকা মহমান্দে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আফগানিস্তানের ন্যাটো বাহিনী এ ঘটনায় দু:খ প্রকাশ করে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃপক্ষ এই হামলার ঘটনাকে ‘কোনও উস্কানি ছাড়া এবং নির্বিচার’ আক্রমণ বলে বর্ণনা করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র তাহমিনা জানজুয়া এক বিবৃতিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছেন।
এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
এদিকে দু’জন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আফগান সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে সালাহ তল্লাশি চৌকিতে ওই হামলায় ২৮ সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে।
হামলা হয় রাত ২টার দিকে মহমান্দ প্রদেশের বাইজাই এলাকায়। এই অঞ্চলে তাদের তালেবানের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছে। ওই চৌকিতে প্রায় ৪০ জন সেনা ছিলেন বলে জানা গেছে।
গত কয়েক মাস ধরে মার্কিন সেনাবাহিনী পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্ত অঞ্চলে জঙ্গিদের নির্মুল করার লক্ষ্যে হামলা পরিচালনা করছে।
গত বছর মার্কিন হেলিকপ্টার থেকে হামলায় সীমান্তে দুইজন পাক সেনা নিহত হয়।
সীমান্ত নিয়ন্ত্রণ এবং সহযোগিতা নিয়ে মার্কিন জেনারেল জন অ্যালেন এবং পাক সেনাপ্রধান জেনারেল আসফাক কায়ানির মধ্যে আলোচনার এক দিন পরেই এই ঘটনা ঘটল।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১