রাবাত: উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে গত শুক্রবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোট গণনার কাজ চলছে। নতুন সংবিধান প্রণয়নের পর দেশটির প্রথম সংসদ নির্বাচন এটি।
আরব গণজাগরণের মুখে দেশটির শাসক বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ দেশের পুরনো সংবিধান সংশোধন করে ব্যাপক রাজনৈতিক সংস্কারযুক্ত সংবিধান প্রণয়ন করেছেন।
এদিকে বিরোধী দল ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) শনিবার দাবি করেছে, তাদের প্রার্থীরা অধিকাংশ আসনে জয়লাভ করেছে।
দলটির দ্বিতীয় শীর্ষনেতা লাসেন দাউদি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে তাদের নির্বাচনী প্রতিনিধিদের পাঠানো খবরের ভিত্তিতে জয়লাভের ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন।
তবে কর্তৃপক্ষ তাদের দাবির ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি।
এবার নির্বাচনে তালিকাভূক্ত ভোটারদের ৪৫ শতাংশ ভোট দিয়েছেন বলে গত শুক্রবার জানিয়েছেন মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রী তাইব সেরকাউ।
নির্বাচন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এর আগে অনুষ্ঠিত ২০০৭ সালের সংসদ নির্বাচনে দেশটির মোট ভোটারের মাত্র ৩৭ শতাংশ ভোট দেয়। সে তুলনায় এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। শনিবার সরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।
নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৩৯৫টি আসনে মোট ৩১টি দল অংশ নেয়। নিম্নকক্ষের আসন নতুন সংবিধান অনুযায়ী গতবারের চেয়ে ৭০টি বাড়ানো হয়েছে।
সংসদের মোট আসনের মধ্যে ৬০টি আসন নারী এবং ৩০টি আসন তরুণ প্রজন্মের প্রতিনিধিদের জন্য সংরক্ষিত।
দেশটিতে ভোটের ব্যাপারে জনমত জরিপ অনুমোদিত না হলেও পর্যবেক্ষকরা মনে করছেন, বিরোধী ইসলামপন্থী পিজেডি পার্টি পার্লামেন্টের অধিকাংশ আসনে জয়লাভ করবে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১